রসায়ন বোঝার ওয়েবসাইট

জাহিদুল ইসলাম

রসায়ন মজা করে পড়তে পারলে তার রস নেওয়া যায়। অনেকে কেমিস্ট্রিকে মজা করে বলেন, কি মিষ্টি = কেমিস্ট্রি। কিন্তু রসায়ন যদি মাথায় না ঢোকে, তবে তিক্ততার স্বাদ অনুভূত হওয়া স্বাভাবিক। আর রসায়নের পড়াগুলো যদি বুঝে বুঝে এবং মজা করে পড়া যায়, তাহলে পড়া ভুলে যাওয়ার আশঙ্কা কম। আজ আমরা অনলাইনে রসায়ন বোঝানোর কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব কেমিস্ট্রি টিচার্স
এই ওয়েবসাইটটিতে রয়েছে রসায়নের অনেক আলোচনা। আছে ক্লাসরুম রিসোর্সেস। সেখানে আবার ভাগ করা আছে তুমি কোন পর্যায়ের শিক্ষার্থী। হাইস্কুল নাকি মিডেল স্কুল। সেখানে পাবে অ্যাসিড-ক্ষার, পরমাণু গঠন, পর্যায় সারণি, রাসায়নিক পরিবর্তন, বর্ণালি, এনথালপি, জারণ-জিরণ, গ্যাসীয় সূত্র, রাসায়নিক বন্ধন, লুইস তত্ত্ব, জৈব রসায়নের ফাংশনাল গ্রুপ, পলিমার, আইসোমার, স্যাচুরেটেড-আনস্যাচুরেটেড, দ্রবণ, রাসায়নিক বিক্রিয়াসহ অনেক আলোচনা। এ ছাড়া রয়েছে বিভিন্ন পাবলিকেশনস এবং পরীক্ষণের ছবিসহ বর্ণনা।

মাস-অনুযায়ী কেমিস্ট্রি সলিউশন পাবলিকেশনও বের করেন তাঁরা। ফলে টুকটাক মজাদার পরীক্ষণগুলো নিজে নিজেই চেষ্টা করতে পারবে। কীভাবে ল্যাব ম্যানেজমেন্ট করবে? রয়েছে সেই গাইডলাইনও। এ ছাড়া অনলাইনে রসায়নের ওপর বিভিন্ন ওয়েবিনার করেন তাঁরা। সেগুলো মূলত রসায়নের শিক্ষকেরাই নিয়ে থাকেন। ওয়েবসাইটটির মাল্টিমিডিয়া সেকশনে বিভিন্ন টপিককে অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে। ওয়েবসাইটের লিংক

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি
এই ওয়েবসাইটে রসায়নের ওপর বিভিন্ন টপিকের ব্যবহারিক ছবিসহ দেওয়া আছে। তাই খুব সহজেই দেখে নিতে পারবে। টাইট্রেশন, তাপমাত্রার পরিবর্তন, থিন লেয়ার কোমাটোগ্রাফি, জারণ-বিজারণ, তড়িৎ রাসায়নিক কোষসহ আরও অনেক টপিকের ওপর ব্যবহারিক ভিডিও রয়েছে। এ ছাড়া ওয়েবসাইটটিতে রয়েছে পর্যায়সারণি। পর্যায়সারণির কোনো মৌলের ওপর কার্সর রাখতেই তার পারমাণবিক সংখ্যা, ভর, ডেনসিটি, আইসোটোপ, ইলেকট্রন বিন্যাস দেখা যাবে। পর্যায়সারণির ইতিহাস জানা যাবে এবং প্রতিটি মৌলের ওপর ভিডিও রয়েছে। অন্যদিকে আলাদাভাবে প্রতিটি মৌলের ইনফোগ্রাফের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। পাবে, পর্যায়সারণির অ্যাপসও। ওয়েবসাইটের লিংক

কেমিক্যাল এইড
এই ওয়েবসাইটটিতে পর্যায়সারণির বিভিন্ন মৌলের সংকেত, আণবিক ভর ও ইলেকট্রন বিন্যাস রয়েছে। মৌলগুলোর সংকেতের ওপর ক্লিক করলে মৌলটির আণবিক সংখ্যা, গ্রুপ, পর্যায়, ব্লকসহ এর আকৃতির একটি চিত্রও দেখা যায়। পাশাপাশি মৌলটির মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কেমন? রং কেমন? এসবও জানা যায়। মৌলটি নিয়ে একটি ভিডিও থাকছে শেষে। ওয়েবসাইটের ওপরে ক্যালকুলেটরও অপশন রয়েছে। এটি থেকে জারণ-বিজারণ সংখ্যা, লিমিটিং রিয়েজেন্ট, দ্রাব্যতা পরিমাপ, ইউনিট কনভার্টার, পিএইচ কনভার্টার, আয়নিক ইকুয়েশন ক্যালকুলেটরসহ বিভিন্ন কিছু পরিমাপ করা যায়। এ ছাড়া বিভিন্ন রাসায়নিক সূত্র, সংজ্ঞা, প্রশ্ন-উত্তর বিভাগ, কুইজ বিভাগ, অনুশীলনী রয়েছে ওয়েবসাইটটিতে। লিংক

রসায়ন বোঝার ওয়েবসাইট

জাহিদুল ইসলাম

রসায়ন মজা করে পড়তে পারলে তার রস নেওয়া যায়। অনেকে কেমিস্ট্রিকে মজা করে বলেন, কি মিষ্টি = কেমিস্ট্রি। কিন্তু রসায়ন যদি মাথায় না ঢোকে, তবে তিক্ততার স্বাদ অনুভূত হওয়া স্বাভাবিক। আর রসায়নের পড়াগুলো যদি বুঝে বুঝে এবং মজা করে পড়া যায়, তাহলে পড়া ভুলে যাওয়ার আশঙ্কা কম। আজ আমরা অনলাইনে রসায়ন বোঝানোর কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব কেমিস্ট্রি টিচার্স
এই ওয়েবসাইটটিতে রয়েছে রসায়নের অনেক আলোচনা। আছে ক্লাসরুম রিসোর্সেস। সেখানে আবার ভাগ করা আছে তুমি কোন পর্যায়ের শিক্ষার্থী। হাইস্কুল নাকি মিডেল স্কুল। সেখানে পাবে অ্যাসিড-ক্ষার, পরমাণু গঠন, পর্যায় সারণি, রাসায়নিক পরিবর্তন, বর্ণালি, এনথালপি, জারণ-জিরণ, গ্যাসীয় সূত্র, রাসায়নিক বন্ধন, লুইস তত্ত্ব, জৈব রসায়নের ফাংশনাল গ্রুপ, পলিমার, আইসোমার, স্যাচুরেটেড-আনস্যাচুরেটেড, দ্রবণ, রাসায়নিক বিক্রিয়াসহ অনেক আলোচনা। এ ছাড়া রয়েছে বিভিন্ন পাবলিকেশনস এবং পরীক্ষণের ছবিসহ বর্ণনা।

মাস-অনুযায়ী কেমিস্ট্রি সলিউশন পাবলিকেশনও বের করেন তাঁরা। ফলে টুকটাক মজাদার পরীক্ষণগুলো নিজে নিজেই চেষ্টা করতে পারবে। কীভাবে ল্যাব ম্যানেজমেন্ট করবে? রয়েছে সেই গাইডলাইনও। এ ছাড়া অনলাইনে রসায়নের ওপর বিভিন্ন ওয়েবিনার করেন তাঁরা। সেগুলো মূলত রসায়নের শিক্ষকেরাই নিয়ে থাকেন। ওয়েবসাইটটির মাল্টিমিডিয়া সেকশনে বিভিন্ন টপিককে অ্যানিমেশনের সাহায্যে বোঝানো হয়েছে। ওয়েবসাইটের লিংক

রয়্যাল সোসাইটি অব কেমিস্ট্রি
এই ওয়েবসাইটে রসায়নের ওপর বিভিন্ন টপিকের ব্যবহারিক ছবিসহ দেওয়া আছে। তাই খুব সহজেই দেখে নিতে পারবে। টাইট্রেশন, তাপমাত্রার পরিবর্তন, থিন লেয়ার কোমাটোগ্রাফি, জারণ-বিজারণ, তড়িৎ রাসায়নিক কোষসহ আরও অনেক টপিকের ওপর ব্যবহারিক ভিডিও রয়েছে। এ ছাড়া ওয়েবসাইটটিতে রয়েছে পর্যায়সারণি। পর্যায়সারণির কোনো মৌলের ওপর কার্সর রাখতেই তার পারমাণবিক সংখ্যা, ভর, ডেনসিটি, আইসোটোপ, ইলেকট্রন বিন্যাস দেখা যাবে। পর্যায়সারণির ইতিহাস জানা যাবে এবং প্রতিটি মৌলের ওপর ভিডিও রয়েছে। অন্যদিকে আলাদাভাবে প্রতিটি মৌলের ইনফোগ্রাফের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। পাবে, পর্যায়সারণির অ্যাপসও। ওয়েবসাইটের লিংক

কেমিক্যাল এইড
এই ওয়েবসাইটটিতে পর্যায়সারণির বিভিন্ন মৌলের সংকেত, আণবিক ভর ও ইলেকট্রন বিন্যাস রয়েছে। মৌলগুলোর সংকেতের ওপর ক্লিক করলে মৌলটির আণবিক সংখ্যা, গ্রুপ, পর্যায়, ব্লকসহ এর আকৃতির একটি চিত্রও দেখা যায়। পাশাপাশি মৌলটির মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কেমন? রং কেমন? এসবও জানা যায়। মৌলটি নিয়ে একটি ভিডিও থাকছে শেষে। ওয়েবসাইটের ওপরে ক্যালকুলেটরও অপশন রয়েছে। এটি থেকে জারণ-বিজারণ সংখ্যা, লিমিটিং রিয়েজেন্ট, দ্রাব্যতা পরিমাপ, ইউনিট কনভার্টার, পিএইচ কনভার্টার, আয়নিক ইকুয়েশন ক্যালকুলেটরসহ বিভিন্ন কিছু পরিমাপ করা যায়। এ ছাড়া বিভিন্ন রাসায়নিক সূত্র, সংজ্ঞা, প্রশ্ন-উত্তর বিভাগ, কুইজ বিভাগ, অনুশীলনী রয়েছে ওয়েবসাইটটিতে। লিংক