লালমনিরহাটে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে কোপালেন সন্ত্রাসীরা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জামান লিজুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। দিনে দুপুরে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতংক ছড়িয়ে পড়ে পুরো স্কুল জুড়ে। আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী কালমাটি এলাকার যুবক শের আলীসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও দা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তাকে। ওই শিক্ষককে উদ্ধার করতে এসে স্থানীয় আব্দুল হাদী ও মহসিন নামের আরও  দুই ব্যক্তিও আহত হয়।

এ সময় শিক্ষক ও স্থানীয়রা মিলে যুবক শের আলীকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত যুবককে থানায় নিয়ে যায়। আটককৃত শের আলী কালমাটি এলাকার আব্দুর নূর এর ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

লালমনিরহাট সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজন আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

লালমনিরহাটে বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে কোপালেন সন্ত্রাসীরা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের গুদামের চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জামান লিজুকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। দিনে দুপুরে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতংক ছড়িয়ে পড়ে পুরো স্কুল জুড়ে। আহত শিক্ষককে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী কালমাটি এলাকার যুবক শের আলীসহ কয়েকজন ধারালো দেশীয় অস্ত্র ও দা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। এ সময় তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় তাকে। ওই শিক্ষককে উদ্ধার করতে এসে স্থানীয় আব্দুল হাদী ও মহসিন নামের আরও  দুই ব্যক্তিও আহত হয়।

এ সময় শিক্ষক ও স্থানীয়রা মিলে যুবক শের আলীকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত যুবককে থানায় নিয়ে যায়। আটককৃত শের আলী কালমাটি এলাকার আব্দুর নূর এর ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

লালমনিরহাট সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একজন আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।