সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোজাম্মেল হক

প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী প্রশ্ন

১. এসএমএস-এর সুবিধা কী?

ক. কম খরচ

খ. প্রাপক সুবিধামতো সময়ে দেখে নিতে পারেন

গ. প্রেরকের পাঠাতে কম পরিশ্রম লাগে

ঘ. এসএমএসের মাধ্যমে দ্রুত উত্তর পাওয়া যায়

২. নিচের কোনটি একটি জনপ্রিয় ওয়েবমেইল?

K. www                                  L. E-mail

M. E-COMMERCE                   N. E-GOVERN

৩. নিচের কোনটির মাধ্যমে শুভেচ্ছা পাঠাতে কোনো খরচ লাগে না?

ক. এসএমএস                 খ. এমএমএস

গ. ডাক                          ঘ. ই-মেইল

৪. বন্ধুকে শুভেচ্ছা জানানো যায় কীভাবে?

র. ই-কার্ড পাঠিয়ে             রর. মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে

ররর. এফএম রেডিওতে গান শুনিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে

র. আত্মীয়-স্বজন               রর. স্কুলের শিক্ষকরা

ররর. বন্ধুবান্ধব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুমিদের বাড়িতে দুর্গাপূজা হবে। তার খুব ভালো একজন বন্ধু বিদেশে থাকে। সুমি পূজার নিমন্ত্রণ দিয়ে একটি ই-কার্ড পাঠিয়ে দেয়।

৬. সুমি কীভাবে তার বন্ধুকে কার্ডটি পাঠায়?

ক. কম্পিউটারে                 খ. ইন্টারনেটে ই-মেইলে

গ. ইন্টারনেটে ই-রাইডে                 ঘ. ইন্টারনেটে ই-বুকে

৭. ভিডিও সারা বিশে^র সামনে তুলে ধরতে পারবে কীসের মাধ্যমে?

ক. ভিডিও শেয়ারিং

খ. সাইট শেয়ারিং

গ. পিকাসা শেয়ারিং

ঘ. ভিডিও এবং অডিও  টাইপ শেয়ারিং

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. ক

 

সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মোজাম্মেল হক

প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী প্রশ্ন

১. এসএমএস-এর সুবিধা কী?

ক. কম খরচ

খ. প্রাপক সুবিধামতো সময়ে দেখে নিতে পারেন

গ. প্রেরকের পাঠাতে কম পরিশ্রম লাগে

ঘ. এসএমএসের মাধ্যমে দ্রুত উত্তর পাওয়া যায়

২. নিচের কোনটি একটি জনপ্রিয় ওয়েবমেইল?

K. www                                  L. E-mail

M. E-COMMERCE                   N. E-GOVERN

৩. নিচের কোনটির মাধ্যমে শুভেচ্ছা পাঠাতে কোনো খরচ লাগে না?

ক. এসএমএস                 খ. এমএমএস

গ. ডাক                          ঘ. ই-মেইল

৪. বন্ধুকে শুভেচ্ছা জানানো যায় কীভাবে?

র. ই-কার্ড পাঠিয়ে             রর. মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে

ররর. এফএম রেডিওতে গান শুনিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে

র. আত্মীয়-স্বজন               রর. স্কুলের শিক্ষকরা

ররর. বন্ধুবান্ধব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর

গ. রর ও ররর                             ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সুমিদের বাড়িতে দুর্গাপূজা হবে। তার খুব ভালো একজন বন্ধু বিদেশে থাকে। সুমি পূজার নিমন্ত্রণ দিয়ে একটি ই-কার্ড পাঠিয়ে দেয়।

৬. সুমি কীভাবে তার বন্ধুকে কার্ডটি পাঠায়?

ক. কম্পিউটারে                 খ. ইন্টারনেটে ই-মেইলে

গ. ইন্টারনেটে ই-রাইডে                 ঘ. ইন্টারনেটে ই-বুকে

৭. ভিডিও সারা বিশে^র সামনে তুলে ধরতে পারবে কীসের মাধ্যমে?

ক. ভিডিও শেয়ারিং

খ. সাইট শেয়ারিং

গ. পিকাসা শেয়ারিং

ঘ. ভিডিও এবং অডিও  টাইপ শেয়ারিং

উত্তর

১. খ, ২. খ, ৩. ঘ, ৪. ঘ, ৫. ঘ, ৬. খ, ৭. ক