হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা

নাঈম ইসলাম সংগ্রাম

হাবিপ্রবিতে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা। 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, সহকারী প্রক্টর, সহকারী পরিচালকছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিক্ষার্থীরা।

শোভাযাত্রার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা যাতে দুর্নীতির করাল গ্রাসে না পরে সে বিষয়ে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নৈতিকতার বিষয় তুলে ধরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের উচিত তাকে সে ব্যাপারে সহযোগিতা করা। আমরা যদি দুর্নীতিমুক্ত থেকে দেশ বিনির্মাণে অংশগ্রহণ করি, তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

এমবিএইচ/এসএস

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী শোভাযাত্রা

নাঈম ইসলাম সংগ্রাম

হাবিপ্রবিতে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা। 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো মামুনুর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, সহকারী প্রক্টর, সহকারী পরিচালকছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণ এবং শিক্ষার্থীরা।

শোভাযাত্রার প্রধান উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা যাতে দুর্নীতির করাল গ্রাসে না পরে সে বিষয়ে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং নৈতিকতার বিষয় তুলে ধরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের উচিত তাকে সে ব্যাপারে সহযোগিতা করা। আমরা যদি দুর্নীতিমুক্ত থেকে দেশ বিনির্মাণে অংশগ্রহণ করি, তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

এমবিএইচ/এসএস