৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর সব কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।

এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩৬০ জন ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।

গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর সব কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ৩ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আগামী ৬ নভেম্বর থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৫ ডিসেম্বর।

এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩৬০ জন ৪০৭ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।

গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন।

প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।