রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হলেন হুমায়ুন কবীর

প্রতিনিধি, রাজশাহী

নিয়োগের পর আজ বিকেলে হুমায়ুন কবীর সহ-উপাচার্য হিসেবে যোগদান করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে সহ-উপাচার্যের অফিসকক্ষে এ সময় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, আরেক সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার মো. আবদুস সালাম, প্রক্টর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বি কম (সম্মান) ও ১৯৮৫ সালে এম কম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ২০০৪ সালে অধ্যাপক হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হলেন হুমায়ুন কবীর

প্রতিনিধি, রাজশাহী

নিয়োগের পর আজ বিকেলে হুমায়ুন কবীর সহ-উপাচার্য হিসেবে যোগদান করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে সহ-উপাচার্যের অফিসকক্ষে এ সময় উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, আরেক সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. অবাইদুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার মো. আবদুস সালাম, প্রক্টর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হুমায়ুন কবীর ১৯৬৩ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ে বি কম (সম্মান) ও ১৯৮৫ সালে এম কম ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। এরপর ২০০৪ সালে অধ্যাপক হন।