সফল হতে হলে সংযত থাকতে হবে

অধ্যাপক ড. মো. আলাউদ্দিন
অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

পৃথিবীতে ৮০০ কোটির বেশি মানুষের বাস। তাদের সবাই সফলতা চায়। শুধু চাইলেই তো আর সফলতা এসে ধরা দেবে না, এ জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম ও অধ্যবসায়। যেসব মানুষ জীবনে এই দুটি জিনিস সফলভাবে করতে পারেন, তাঁরাই প্রতিষ্ঠা লাভ করেন ও জীবনে সফলতা পান। একই সঙ্গে অনেক বিষয় রয়েছে, যা সফলতার পথে অন্তরায়। সফল হতে হলে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সফল হতে হলে সংযত থাকতে হবে, পরিমিতিবোধ থাকতে হবে।

পরিস্থিতি যেমনই হোক, যতটা প্রতিকূলে থাকুক না কেন, অবমূল্যায়ন করা যাবে না। নিজেকেও যেমন অবমূল্যায়ন করা যাবে না, অপরকেও অবমূল্যায়ন করা যাবে না। জীবনে কঠিন সময় আসাটা অস্বাভাবিক নয়। সেই কঠিন সময়েও নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে ও সঠিক পথে পরিশ্রম করতে হবে। যদি আপনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। নিজের যত্ন নিতে শিখতে হবে।

আবেগপূর্ণ সিদ্ধান্ত
জীবনে কখনোই আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কখনোই আবেগের বশে নেওয়া সিদ্ধান্তে বিবেকের সঠিক প্রয়োগ সম্ভবপর হয় না। বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের সিদ্ধান্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত ও কর্মজীবনে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া পরিহার করতে হবে। এ জন্য টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা অনুসারে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নিতে হবে।

ভুলের পুনরাবৃত্তি
আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা একই ভুল বারবার করি। ভুলের এই ধরনের পুনরাবৃত্তি আদতে ভুল নয়, সেটা স্বভাবজাত অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা নিম্ন রুচির ব্যক্তিত্বের পরিচায়ক। এ জন্য যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমস্যা খোঁজা ও এর সমাধান বের করা
সব জায়গায় এক শ্রেণির মানুষ থাকে, যারা সব সময় সবকিছুতেই সমস্যা খুঁজতে ব্যতিব্যস্ত থাকে। সমস্যা খোঁজাটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে সমাধান খোঁজা। পৃথিবীতে যারা সফল হয়েছেন, তারা সমাধান নিয়েই কথা বলেছেন, সমস্যা নয়। এ জন্য সব সময় ইতিবাচক থাকতে হবে। আর যারা সব সময় সমস্যা খুঁজে, তাদের থেকে দূরে থাকতে হবে।

শেখার সুযোগ হাতছাড়া করা
পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ২০ বছর আগেও যা ভাবা যেত না, আজ তা দৃশ্যমান বাস্তবতা। একটি বিষয়ের বিভিন্ন দিক থাকতে পারে, সেগুলো সম্পর্কে জানতে হবে। সব সময় জানার আগ্রহ থাকতে হবে। শেখার সুযোগ থাকলে কখনোই সেই সুযোগ হাতছাড়া করা যাবে না, সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

লেখক: উপাচার্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লা

অনুলিখন: মো. আশিকুর রহমান

সূত্র: আজকের পত্রিকা।

সফল হতে হলে সংযত থাকতে হবে

অধ্যাপক ড. মো. আলাউদ্দিন
অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।

পৃথিবীতে ৮০০ কোটির বেশি মানুষের বাস। তাদের সবাই সফলতা চায়। শুধু চাইলেই তো আর সফলতা এসে ধরা দেবে না, এ জন্য প্রয়োজন কঠিন পরিশ্রম ও অধ্যবসায়। যেসব মানুষ জীবনে এই দুটি জিনিস সফলভাবে করতে পারেন, তাঁরাই প্রতিষ্ঠা লাভ করেন ও জীবনে সফলতা পান। একই সঙ্গে অনেক বিষয় রয়েছে, যা সফলতার পথে অন্তরায়। সফল হতে হলে অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সফল হতে হলে সংযত থাকতে হবে, পরিমিতিবোধ থাকতে হবে।

পরিস্থিতি যেমনই হোক, যতটা প্রতিকূলে থাকুক না কেন, অবমূল্যায়ন করা যাবে না। নিজেকেও যেমন অবমূল্যায়ন করা যাবে না, অপরকেও অবমূল্যায়ন করা যাবে না। জীবনে কঠিন সময় আসাটা অস্বাভাবিক নয়। সেই কঠিন সময়েও নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে ও সঠিক পথে পরিশ্রম করতে হবে। যদি আপনি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। নিজের যত্ন নিতে শিখতে হবে।

আবেগপূর্ণ সিদ্ধান্ত
জীবনে কখনোই আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কখনোই আবেগের বশে নেওয়া সিদ্ধান্তে বিবেকের সঠিক প্রয়োগ সম্ভবপর হয় না। বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের সিদ্ধান্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত ও কর্মজীবনে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া পরিহার করতে হবে। এ জন্য টেকসই ও সুদূরপ্রসারী পরিকল্পনা অনুসারে সুবিবেচকের মতো সিদ্ধান্ত নিতে হবে।

ভুলের পুনরাবৃত্তি
আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যারা একই ভুল বারবার করি। ভুলের এই ধরনের পুনরাবৃত্তি আদতে ভুল নয়, সেটা স্বভাবজাত অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা নিম্ন রুচির ব্যক্তিত্বের পরিচায়ক। এ জন্য যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমস্যা খোঁজা ও এর সমাধান বের করা
সব জায়গায় এক শ্রেণির মানুষ থাকে, যারা সব সময় সবকিছুতেই সমস্যা খুঁজতে ব্যতিব্যস্ত থাকে। সমস্যা খোঁজাটা মুখ্য নয়, মুখ্য হচ্ছে সমাধান খোঁজা। পৃথিবীতে যারা সফল হয়েছেন, তারা সমাধান নিয়েই কথা বলেছেন, সমস্যা নয়। এ জন্য সব সময় ইতিবাচক থাকতে হবে। আর যারা সব সময় সমস্যা খুঁজে, তাদের থেকে দূরে থাকতে হবে।

শেখার সুযোগ হাতছাড়া করা
পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ২০ বছর আগেও যা ভাবা যেত না, আজ তা দৃশ্যমান বাস্তবতা। একটি বিষয়ের বিভিন্ন দিক থাকতে পারে, সেগুলো সম্পর্কে জানতে হবে। সব সময় জানার আগ্রহ থাকতে হবে। শেখার সুযোগ থাকলে কখনোই সেই সুযোগ হাতছাড়া করা যাবে না, সেই সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

লেখক: উপাচার্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লা

অনুলিখন: মো. আশিকুর রহমান

সূত্র: আজকের পত্রিকা।